জাতিসমূহের মাঝে সাম্য ও ন্যায়ভিত্তিক সুসম্পর্কই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথ – The Path to Peace: Just Relations Between Nations

/, Khilafat/জাতিসমূহের মাঝে সাম্য ও ন্যায়ভিত্তিক সুসম্পর্কই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথ – The Path to Peace: Just Relations Between Nations

জাতিসমূহের মাঝে সাম্য ও ন্যায়ভিত্তিক সুসম্পর্কই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথ – The Path to Peace: Just Relations Between Nations

 

জাতিসমূহের মাঝে সাম্য ও ন্যায়ভিত্তিক সুসম্পর্কই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথ –  The Path to Peace: Just Relations Between Nations

 

সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের প্রতি আল্লাহ্র পক্ষ থেকে শান্তি ও আশিস বর্ষিত হোক। আপনারা সময় বের করে আমার বক্তব্য শুনতে এসেছেন তাই প্র মেই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমাকে এমন একটি বিষয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হয়েছে যা অত্যন্ত ব্যাপক। এর বহুবিধ দিক রয়েছে। তাই আমার পক্ষে এই সংক্ষিপ্ত সময়ে বিষয়টির খুঁটিনাটি তুলে ধরা সম্ভব নয়। আর যে বিষয়ে আমাকে বলতে বলা হয়েছে সেটি হচ্ছে ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উপায়’। আজকের পৃথিবীর জন্য নিঃসন্দেহে এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য একটি বিষয়। সময়ের স্বল্পতার প্রতি লক্ষ্য রেখে আমি “জাতিসমূহের মাঝে সাম্য ও ন্যায়ের ভিত্তিতে পারস্পরিক সুসম্পর্ক রচনায় ইসলামী শিক্ষা”-এ প্রসঙ্গে সংক্ষেপে আমার বক্তব্য তুলে ধরবো। প্রকৃতপক্ষে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা অঙ্গাঙ্গীভাবে জড়িত। একটিকে বাদ দিয়ে অন্যটি অর্জিত হতে পারে না। আর এই নীতিটি জ্ঞানী ও বিবেকবান ব্যক্তি মাত্রই অনুধাবন করেন। নৈরাজ্য সৃষ্টিতে বদ্ধপরিকর কিছু মানুষ ছাড়া কেউ একথা দাবী করে বলতে পারে না, অমুক সমাজে বা দেশে অথবা গোটা পৃথিবীতে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেত্ত সেখানে অশান্তি ও অরাজকতা বিরাজ করছে। এতদসত্ত্বেত্ত, আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ও অশান্তির রাজত্ব বিরাজ করতে দেখছি। বিভিনড়ব দেশের ভেতরে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এমন নৈরাজ্য পরিলক্ষিত হচ্ছে। সব সরকারের পক্ষ থেকে ন্যায়নীতির ভিত্তিতে তাদের নীতি নির্ধারণের দাবী থাকা সত্তে¡ও এই বিশৃঙ্খলা ও বিবাদ বিদ্যমান। অথচ সবাই দাবী করে বলে, শান্তি প্রতিষ্ঠাই হলো তাদের মূল লক্ষ্য! কিন্তু সার্বিক দৃষ্টিতে, বিশ্বে যে অস্থিরতা এবং উৎকন্ঠা বেড়েই চলেছে আর এর ফলে যে নৈরাজ্য ছড়িয়ে পড়ছে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এতে পরিষ্কারভাবে প্রমাণিত হয়, এ প্রক্রিয়া বাস্তবায়নের কোন পর্যায়ে ন্যায়নীতিকে বিসর্জন দেয়া হয়েছে। তাই যেখানে বা যখনই বৈষম্য চোখে পড়ে তা দূর করা এবং এ উদ্দেশ্যে সম্ভাব্য সকল চেষ্টা করা একান্ত অপরিহার্য। আর তাই নিখিল-বিশ্ব আহমদীয়া মুসলিম জামা’তের প্রধান হিসেবে, ন্যায়ের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার অপরিহার্যতা ও শান্তি অর্জনের উপায় সম্পর্কে আমি কিছু বলতে চাই।

বিস্তারিত পড়ুনঃ ২৭ জুন ২০১২ ওয়াশিংটন ডিসি-র ‘ক্যাপিটল হিল’ (কংগ্রেস ভবন)-এ প্রদত্ত নিখিল বিশ্ব আহ্মদীয়া মুসলিম জামা’তের পঞ্চম খলীফা হযরত মির্যা মাসরূর আহমদ (আই.)-এর ভাষণ

Address by Hadhrat Mirza Masroor Ahmad, Khalifa‐tul Masih V at Capitol Hill, Washington D.C. (English)

Press Release: Khalifa of Islam makes historic address at Capitol Hill

World Crises and The Pathway to Peace – A Compilation of Speeches and Letters of Hadhrat Mirza Masroor Ahmad

 

By |2019-01-22T20:00:39+00:00February 10th, 2015|Islam, Khilafat|0 Comments

About the Author:

Leave A Comment