‘আমাদের দাবীর মূল ভিত্তি হচ্ছে হযরত ঈসা (আ.)-এর মৃত্যু’

//‘আমাদের দাবীর মূল ভিত্তি হচ্ছে হযরত ঈসা (আ.)-এর মৃত্যু’

‘আমাদের দাবীর মূল ভিত্তি হচ্ছে হযরত ঈসা (আ.)-এর মৃত্যু’

[frame src=”http://www.ahoban.org/wp-content/uploads/blogs.dir/7/files/2013/11/Jesus-tomb-300×225.jpg” link=”http://www.tombofjesus.com/” target=”_self” width=”300″ height=”230″ alt=”Premium WordPress Themes” align=”left” prettyphoto=”false”]

(Photo: Tomb of Jesus (pboh) in Kashmir. কাশ্মীরে ঈসা (আ:) এর কবরস্থান )

[divider type=””]

অর্থঃ কিন্তু যখন আমাকে মৃত্যু দিলে তখন একমাত্র তুমিই তাদের তত্ত্বাবধায়ক ছিলে। [সূরা আল্‌মায়েদাঃ ১১৮ আয়াতাংশ] ‘মানুষ মাত্রই মরণশীল’-এই চিরন্তন নিয়ম এবং কুরআনের অমোঘ ঘোষণা অনুযায়ী হযরত ঈসা (আ.) স্বাভাবিকভাবে মারা গেছেন।[divider type=””]

অর্থঃ প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপর আমাদের দিকেই তোমাদের ফিরিয়ে আনা হবে। [সূরা আনকাবুতঃ ৫৮] অতএব ভবিষ্যদ্বাণীতে উল্লেখিত আগমনকারী ঈসা নবীউল্লাহ্‌, ঈসার গুণে গুণান্বিত রূপক এক ঈসা ছাড়া অন্য কেউ নন। আহমদীয়া মুসলিম জামা’তের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্যা গোলাম আহমদ (আ.) আল্লাহ্‌র আদেশে সেই রূপক ঈসা হবার দাবী করেছেন।

 

বিস্তারিত পড়ুন 

By |2019-01-22T20:00:49+00:00November 1st, 2013|The Messiah|0 Comments

About the Author:

Leave A Comment